কোর্স কনটেন্ট
পূর্ণাঙ্গ ওয়েবসাইট লেকচার ভিডিওটি দেখলে পারবেন ওয়েবসাইটের টেবিল বা লিস্ট বানাতে, এক পেইজ থেকে অন্য পেইজে যাইতে।
ওয়েবসাইটের লিস্ট দুই প্রকারের হয় তাদের unordered ও ordered লিস্ট কয়।ডট পয়েন্ট ওয়ালা লিস্টকে unordered লিস্ট বলে।সেরকম একটা লিস্ট বানাতে হলে Unordered থেকে “U” আর List থেকে “L” পেলে <ul> </ul> ট্যাগ নিজেই বানিয়ে দেখলে এর ভিতরে একটা একটা করে লিস্ট আইটেম রাখবে, লিস্ট আইটেম কিভাবে বানাতে হয় তা এখনি জানবে।List থেকে “L” আর item থেকে “I” নিবে, আইটেমের মধ্যে যা চাই তা <li> </li> ভিতরে লিখবে।
আর যদি নাম্বারওয়ালা লিস্ট বানাইতে চাই Ordered থেকে “O” আর list থেকে “L” পাই, এই দুইটা দিয়ে <ol> </ol> ট্যাগ বানাই আর বাকিটা <ul> </ul> এর মত সেটা বলে যাই।
সবাই জানে ১টা টেবিলের ৪টা পা থাকে, সেই রকম টেবিল ওয়েবসাইটে খুঁজে পাবে না রে।ওয়েবসাইটের টেবিলে পা থাকে না, উপর থেকে নিচে row ছাড়া অন্য কিছু পাবে না, row এর মধ্যে যে cell থাকে, html তাকে বলে data সেটা যদি না বোঝ, তোমার কপাল ফাটা।টেবিলের মধ্যে হাবিজাবি যতকিছু থাকে সবকিছুই <table> </table> মাঝখানে রাখে।
টেবিলের উপর থেকে নিচে গেলে এক একটা row পাবা, table থেকে “T” নিবা, row থেকে “R” নিবা মহা আরামসে, ধীরে সুস্থে tr নামে ট্যাগ বানাবা, প্রতেক row এর সব ডাটা <tr> </tr> এর মাঝে রাখবা।
টেবিলের সব খোপগুলোকে table data নামে মান্ table থেকে “T”, data থেকে “D” নিতে হবে জানি, হাউ ফানি খোপের মধ্যে যা দেখতে চাইবো <td> </td> এর মধ্যে তাই রাখবো, টেবিল নিয়ে এত্ত পেচাপেচি ক্যান? ভাই আপনি দয়া করে ভিডিওটি দেখেন।
div টাগের উত্পত্তি division আর nav এরটা navigation div দিয়ে এরিয়া বা লেআউট হবে। nav দিয়ে এক পেইজ থেকে অন্য পেইজে যাবে যে যে পেইজে যেতে চাও <nav > </nav >এর ভিতর <a > </a > দিয়ে বানিয়ে নাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন